রাজন্য রুহানি

রাজন্য রুহানি

 

রাজন্য রুহানি। পরিবারের দেওয়া সনদসাক্ষ্য নাম মোহাম্মদ হাবিবুর রহমান। জন্ম: ২রা নভেম্ভর ১৯৮০, জামালপুর জেলা শহরের হাটচন্দ্রায়। কলেজে পা দেবার সাথে সাথেই সাংবাদিকতার সাথে যুক্ত হয়ে পড়েন। স্থানীয় কয়েকটি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। মফস্বল সাংবাদিকতার পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে বারবার কবিতার কছেই ফেরা। বর্তমানে ফ্রিল্যান্সিং। ১৯৯৮ থেকে কবিতার ভাঁজপত্র শব্দদূত সম্পাদনার সাথে যুক্ত। ‍ঐ বছরই অন্যান্য লেখক সহযোগে ‍আলোচনাগ্রন্থ- ভাষা ‍আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ; ‍আতিয়ার রহমানের ৭টি গ্রন্থ প্রকাশিত হয়। ‍এটি লেখকের প্রকাশিত ‍এককবই।

রাজন্য রুহানি এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon